۳ آذر ۱۴۰۳ |۲۱ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 23, 2024
আল্লাহর রসূলের (সা:) বানী
আল্লাহর রসূলের (সা:) বানী

হাওজা / আল্লাহর রসূল (সা:) বলেন, তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি রয়েছে যে কোরআনের ব্যাখ্যার জন্য যুদ্ধ করবে যেমনটি আমি এর অবতীর্ণ হবার জন্য যুদ্ধ ও প্রচেষ্টা চালিয়েছি।

নবী (সা.) একদিন সাহাবীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি রয়েছে যে কোরআনের ব্যাখ্যার জন্য যুদ্ধ করবে যেমনটি আমি এর অবতীর্ণ হবার জন্য যুদ্ধ ও প্রচেষ্টা চালিয়েছি।” হযরত আবু বকর ও উমরও সেখানে উপস্থিত ছিলেন। সকলেই ঘাড় সজাগ করে অপেক্ষা করতে লাগলেন। হযরত আবু বকর বললেন, “ আমি কি সেই ব্যক্তি?” রাসূল ( সা.) বললেন, “না।” হযরত উমর বললেন, “আমি কি?” তিনি বললেন, “না, বরং সেই ব্যক্তি যে এখন তার জুতায় তালি দিচ্ছে ( তখন আলী [আ.] তাঁর জুতা সেলাই করছিলেন)।”

আবু সাঈদ খুদরী বলেন, “আলীর নিকট গিয়ে এ সুসংবাদ দিলাম। তিনি তাঁর মাথা নীচু করেই রইলেন যেন তিনি রাসূল (সা.) হতে অসংখ্যবার একথা শুনেছেন।”

[ হাকিম তাঁর ‘মুসতাদরাক’ গ্রন্থের ৩য় খণ্ডের ১২২ পৃষ্ঠায় হাদীসটি এনে বুখারী ও মুসলিমের শর্তানুসারে সহীহ বলেছেন। যাহাবীও তা স্বীকার করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বাল তাঁর ‘মুসনাদ’ গ্রন্থের ৩য় খণ্ডের ৩৩ ও ৮২ পৃষ্ঠায় হাদীসটি আবু সাঈদ খুদরী হতে বর্ণনা করেছেন। বায়হাকী তাঁর ‘শুআবুল ঈমান’ গ্রন্থে, সাঈদ ইবনে মানসুর এবং আবু ইয়ালী তাঁদের সুনানে, আবু নাঈম ‘হুলইয়াহ’ গ্রন্থে এবং মুত্তাকী হিন্দী তাঁর ‘কানযুল উম্মাল’ এর ৬ষ্ঠ খণ্ডের ১৫৫ পৃষ্ঠায় ২৫৮৫ নং হাদীস হিসেবে এটি এনেছেন।]

تبصرہ ارسال

You are replying to: .